College Fee
উল্লিখিত ফি’র মধ্যে ভর্তি হতে এইচএসসি পরীক্ষা পর্যন্ত নিম্নলিখিত সুবিধাসমূহ অন্তর্ভূক্ত
  • ১. সরকার নির্ধারিত ভর্তি ফি, সেশনচার্জ এবং ফরম ফিলাপ এর টাকা উল্লিখিত প্যাকেজের মধ্যে অন্তর্ভূক্ত।
  • ২. ভর্তি থেকে শুরু এইচএসসি পরীক্ষা পর্যন্ত ২ বছরের টিউশন ফি।
  • ৩. শিক্ষা উপকরণ (বই, খাতা, কাগজ, কলম, ক্যালকুলেটর, রাবার, পেন্সিল, স্কেল, জ্যামিতি বক্স হাইলাইটার, গ্রাফ পেপার, ব্যবহারিক খাতা, আইডি কার্ড, ইউনির্ফম, টাই, কলেজ ব্যাগ, পরীক্ষার সময় ট্রান্সপারেন্ট ব্যাগ ইত্যাদি)।
  • ৪. সিলেবাস, লেকচার সিট, প্রশ্নব্যাংক ও সমাধান, শিক্ষকদের তৈরি ডিজিটাল কনটেন্ট এর সফ্টকপি।
  • ৫. অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফি’স (সাপ্তাহিক/ টার্ম/ বার্ষিক পরীক্ষা/ প্রিটেস্ট/টেস্ট/মডেল টেস্ট)।
  • ৬. শিক্ষার্থীদের সাথে অভিভাবকের যোগাযোগ (মোবাইল কল, প্রতিদিনের আগমন ও প্রস্থান এর ঝগঝ, বিভিন্ন পরীক্ষার ফলাফলের ঝগঝ, নোটিশ এর ঝগঝ)।
  • ৭. স্কাউট ফি, বিএনসিসি ফি, কালচারাল একাডেমি ফি, ল্যাঙ্গুয়েজ কোর্স ফি, ল্যাব ফি ও লাইব্রেরি ফি।
  • ৮. বোর্ড সংক্রান্ত যাবতীয় ফি (বোর্ড রেজিস্ট্রেশন ফি, ফরমফিলাপ ফি ও সেন্টার ফি, ব্যবহারিক পরীক্ষার ফি )।
  • ৯. কোচিং এর বিকল্প হিসেবে এসএসপি ক্লাস, টেস্ট পরীক্ষার পরবর্তী ০২ মাস বিশেষ ক্লাস।
  • ১০. বার্ষিক মিলাদ, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বনভোজন/শিক্ষাসফর।
  • ১১. নিয়মিত চিকিৎসা পরামর্শ, অসুস্থকালীণ প্রাথমিক চিকিৎসা, বোর্ড পরীক্ষায় অসুস্থ হলে সিক বেড চার্জ।
  • ১২. বিদেশে উচ্চশিক্ষায় ফ্রি পেপার প্রসেসিং এবং সব সার্ভিস চার্জ ফ্রি।

  • উল্লিখিত সুবিধা ছাড়াও বিশেষ ক্ষেত্রে নিম্নোক্ত সুবিধাগুলো প্রদান করা হয়

  • ১. এককালীন ফি প্রদানে / মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, মসজিদের ইমামের সন্তান এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ পারদর্শী, বিভাগীয় / জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি হতে ২০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ সুবিধা।
  • ২. একালীন ফি প্রদানে ১০-২০ হাজার টাকা ছাড় পাবে।

  • উল্লেখ্য, শিক্ষার্থী প্রতি ৪,০০,০০০/- টাকা ফি প্রসপেক্টাসে নির্ধারণ করা থাকলেও প্রকৃতপক্ষে শিক্ষার্থীরা গড়ে প্রায় ৫০% টাকা কলেজকে দিয়ে থাকে। অবশিষ্ট টাকা স্কলারশিপ হিসেবে বিএসবি ফাউন্ডেশন ভর্তুকি বাবদ ক্যামব্রিয়ান কলেজকে প্রদান করে থাকে।

    ইংরেজি ভার্শন:

    • ১. ব্যবসায় শিক্ষা ৪নং ভবন (নর্দা), বিজ্ঞান শাখা ৬নং ভবন (বারিধারা) ও ৯নং ভবন (উত্তরা) এ ক্লাস হবে।
    • ২. ইংরেজি ভার্শনে ক্যামব্রিয়ানের জন্য ন্যূনতম জিপিএ ৪.৫ থাকতে হবে।
    • ৩. ইংরেজি ভার্শনে অধ্যয়নের ক্ষেত্রে অতিরিক্ত ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করতে হবে।

    ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র:

    • ১. ভর্তির আবেদন ফরম
    • ২. শিক্ষার্থীর ৪ কপি ছবি
    • ৩. পিতা ও মাতার ২ কপি ছবি
    • ৪. এসএসসি পাসের ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র